নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রাখার পর আবারো নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট ট্র্যাকিং ডাটায় দেখা গেছে, দেশটির আকাশসীমায় পুনরায় বিমান প্রবেশ শুরু হয়েছে।
ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ইরানের আকাশসীমা বন্ধের জন্য জারি করা নোটিশের সময়সীমা শেষ হয়েছে। এরপরই নির্ধারিত রুটে বিভিন্ন ফ্লাইট ইরানের আকাশসীমা ব্যবহার করতে শুরু করে।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নির্দিষ্ট ও অনুমোদিত ফ্লাইট ছাড়া সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় তেহরান। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা এবং দেশব্যাপী চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এদিকে গত দুই দিন ধরে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা বাড়লেও বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করাও বন্ধ রেখেছে। সংবাদমাধ্যম আলজাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্পের অবস্থান আগের তুলনায় তুলনামূলকভাবে নরম সুরের ছিল।
তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, যদি ইরান আবারও বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারি অবকাঠামো, মসজিদ ও পুলিশের গাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাবাহিনী কঠোর অবস্থান নেয়। এতে হাজার হাজার বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারান।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে বিক্ষোভ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং তেহরানসহ বড় শহরগুলোতে আর কোনো বিক্ষোভকারীর উপস্থিতি দেখা যাচ্ছে না।

