সৌদি আরব ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসলিমরা ৩০ দিনে মোট ১ কোটি ৩৯ লাখের বেশি বার ওমরাহ পালন করেছেন। ১৪৪৭ হিজরি বর্ষের জমাদিউল আউয়াল মাসে সৌদি আরবের দুই পবিত্র মসজিদে মুসলিমরা এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এর আগে রবিউস সানি মাসে ওমরাহ পালনকারী মুসলিমের সংখ্যা ছিল ১ কোটি ১৭ লাখের বেশি।
হারামাইন বিষয়ক জেনারেল অথরিটির সহযোগিতায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এ সময় ১৭ লাখের বেশি বিদেশি ওমরাহযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ডিজিটাল সেবা, সমন্বিত লজিস্টিক সহায়তা এবং উন্নত ব্যবস্থাপনার কারণে তাদের আগমন ও ওমরাহ পালনের প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত সম্পন্ন হচ্ছে।
ওমরাহযাত্রীদের ক্রমবর্ধমান সংখ্যা সৌদি আরবের হজ, ওমরাহ ও জিয়ারত ব্যবস্থার উন্নয়নে দেশের অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন। দেশটি মুসলিম বিশ্বের জন্য দুই পবিত্র মসজিদে পৌঁছানোর পথ আরও সুবিধাজনক করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যা পরিসংখ্যানের মাধ্যমে প্রমাণিত হচ্ছে।

