ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পেনি স্টক বা এক টাকার কম মূল্যের শেয়ারের কেনাবেচায় দর ওঠানামার সুযোগ বাড়াতে ‘টিক সাইজ’ ছোট করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বুধবার থেকে বর্তমান ১০ পয়সার পরিবর্তে এক পয়সা টিক সাইজ কার্যকর হবে। এই ঘোষণা গত রোববার প্রকাশ করেছে স্টক এক্সচেঞ্জ।
যুক্তরাষ্ট্রে এক ডলারের কম মূল্যের শেয়ারকে ‘পেনি স্টক’ বলা হয়। বাংলাদেশেও এমন শেয়ারকে একই নামে অভিহিত করা হয়। ঢাকার বাজারে বর্তমানে দুটি পেনি স্টক রয়েছে। এগুলো হলো– আর্থিক প্রতিষ্ঠান খাতের পিপলস লিজিং এবং ফারইষ্ট ফাইন্যান্স।
বর্তমান নিয়ম অনুযায়ী ‘টিক সাইজ’ ১০ পয়সা। এক দিনে কোনো শেয়ার সর্বোচ্চ ১০ শতাংশ বেড়ে বা কমে কেনাবেচা হতে পারে। সার্কিট ব্রেকারের নিয়মে প্রিমিয়ার লিজিং ও ফারইষ্ট ফাইন্যান্সের শেয়ার দর ৯০ পয়সা। ফলে এক দিনে সর্বাধিক ৯ পয়সা বৃদ্ধি বা হ্রাসের সুযোগ আছে। তবে ১০ পয়সার টিক সাইজের কারণে রেকর্ড ডেট শেষ হওয়ার দিন ছাড়া স্বাভাবিক লেনদেনে দর পরিবর্তন সীমিত ছিল। নতুন নিয়মে এক পয়সা বেশি বা কমেও শেয়ার কেনা বা বেচার দর প্রস্তাব করা যাবে।
উল্লেখিত দুই শেয়ার ছাড়াও আরও তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার পেনি স্টকের তালিকায় নাম লেখানোর সম্ভাবনা রয়েছে। এগুলো হলো– ইন্টারন্যাশনাল লিজিং, এফএএস ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং। এর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার গতকাল এক টাকায় কেনাবেচা হয়েছে। একদিন দর কমলে এটি পেনি স্টকে চলে যাবে। বাকি দুটি শেয়ার ১ টাকা ১০ পয়সায় কেনাবেচা হয়েছে। ঢাকার শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে এক টাকার কমে কেনাবেচা শেয়ার গতকাল পর্যন্ত ছিল দুটি। এছাড়া দুই টাকার কমে সাতটি, তিন টাকার কমে ১৬টি, চার টাকার কমে ১৪টি এবং পাঁচ টাকার কমে ১২টি শেয়ার লেনদেন হয়েছে।
দিনটি ঊর্ধ্বমুখী লেনদেন দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত দর পতনে বন্ধ হয়েছে। ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে ৩৫৬টির লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৮টির দর বেড়েছে, ১৭১টির কমেছে, আর ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে। দিনের শুরুতে বেশির ভাগ শেয়ার দর বেড়ে প্রধান সূচক ডিএসইএক্স ৫১৭৮ পয়েন্টে পৌঁছায়। তবে দিনের শেষের দিকে দর কমে সূচক ৫১২৭ পয়েন্টে নেমে আসে, আগের অবস্থান থেকে প্রায় ৫২ পয়েন্টের হ্রাস হয়। এদিন লেনদেন আগের দিনের তুলনায় সাত কোটি টাকা কমে ৪৬১ কোটি ৫৬ লাখ টাকায় হয়েছে।

