বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এবারই প্রথম তারা চালু করতে যাচ্ছে ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবা, যেখানে একসঙ্গে পাওয়া যাবে ভয়েস কল, ইন্টারনেট, স্মার্টফোন ডিভাইস এবং ওটিটি প্ল্যাটফর্মভিত্তিক বিনোদনের সুযোগ।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানান।
নতুন উদ্যোগের শুরুতেই বাজারে আসছে এমভিএনও (মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর) সেবা এবং ‘বিটিসিএল আলাপ’ নামে একটি আইপি ফোন অ্যাপ। এর মাধ্যমে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কল সুবিধা। একই সঙ্গে ‘বিটিসিএল জীপন’ নামে ইন্টারনেট সেবা দেওয়া হবে, যা থাকবে আনলিমিটেড ডেটা ভিত্তিক।
শুধু কল আর ইন্টারনেট নয়, বিনোদনের জন্যও থাকছে চমক। জনপ্রিয় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ, চরকি ও হইচইয়ের কনটেন্ট যুক্ত হবে প্যাকেজে। ভবিষ্যতে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিটিসিএলের। এতে স্থানীয় বাজারে পাইরেসির সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
ডিভাইস এক্সেসিবিলিটিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য আনা হচ্ছে স্মার্টফোন কেনার সহজ কিস্তি ব্যবস্থা। মাত্র ৫০০ টাকা মাসিক কিস্তিতে এক বছরের প্যাকেজে স্মার্টফোন পাওয়া যাবে, শুরুতে দিতে হবে সামান্য ডিপোজিট। এজন্য স্থানীয় স্মার্টফোন উৎপাদকদের সঙ্গেও সমন্বয় করছে বিটিসিএল।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “ডিভাইস, ভয়েস, ডেটা আর এন্টারটেইনমেন্ট—চারটি খাত একসঙ্গে আনার মাধ্যমে আমরা মানুষের যোগাযোগ ও বিনোদনের সীমাবদ্ধতা দূর করতে চাই। সীমিত ভয়েস, সীমিত ডেটা আর সীমিত কনটেন্টের দিন শেষ হবে।”
আগামী অক্টোবর মাসেই বিটিসিএলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে তিনি জানিয়েছেন।