ইলন মাস্কের স্পেসএক্স পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে এক বড় মাইলফলক স্পর্শ করেছে। কোম্পানিটি এ পর্যন্ত ১০ হাজারের বেশি স্টারলিংক স্যাটেলাইট পাঠিয়েছে।
নতুন উৎক্ষেপণ-
ম্যাশবলের প্রতিবেদনে বলা হয়, রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়া থেকে দুটি ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হয়। প্রতিটি রকেটে স্টারলিংকের ২৮টি করে স্যাটেলাইট ছিল। ফলে একসঙ্গে ৫৬টি নতুন স্যাটেলাইট কক্ষপথে যুক্ত হয়েছে।
কোম্পানিটি এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, তবে সব স্যাটেলাইট সক্রিয় নয়; কিছু পুরনো স্যাটেলাইট ইতোমধ্যেই নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে গেছে।

স্টারলিংক নেটওয়ার্ক-
স্টারলিংক হলো স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান, যা উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে। কোম্পানিটি প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল ২০১৮ সালে, আর ২০১৯ সালে পাঠানো হয়েছিল প্রথম ৬০টি কার্যকরী স্যাটেলাইট। এরপর থেকে নিয়মিতভাবে নেটওয়ার্কটি বড় হয়েছে।
মহাকাশে উদ্বেগ-
ম্যাশবলের প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইটের এত বড় নেটওয়ার্কের ফলে মহাকাশে আবর্জনা বৃদ্ধি পাচ্ছে, যা বিজ্ঞানীদের জন্য উদ্বেগের বিষয়। তবুও স্পেসএক্স তাদের পরিকল্পনা অব্যাহত রেখেছে।
বর্তমান মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন স্পেসএক্সকে মোট ১২ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি দিয়েছে।
এছাড়া ভবিষ্যতে কোম্পানিটি আরও ৩০ হাজার নতুন স্যাটেলাইট যুক্ত করার পরিকল্পনা করছে। এতে তারা পৃথিবীর সবচেয়ে বড় স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলবে।