গাজীপুর নগরে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মালিকের বাড়ি ডএলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে পোশাক কারখানার শ্রমিকরা। মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের দাবি শ্রমিকরা তিন মাসের বেতন বকেয়া দাবিতে ধর্মঘট করেছেন।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর নগরের মোগারখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছিল। একটি সময় আন্দোলনের মুখে কারখানা বন্ধ হয়ে যায়। কয়েকদিন আগে মজুরি পরিশোধের আশ্বাসে কারখানাটি চালু করা হয়। চলতি মাসের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। শ্রমিকরা আজ ফের ধর্মঘট শুরু করেছে।
চলতি মাসেই তাদের বকেয়া পরিশোধ করার কথা ছিল। কিন্তু মাসের ২৪ তারিখ পেরিয়ে গেলেও তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। বেতনের দাবিতে আজ সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন তারা। বেতন না দিলে এ আন্দোলন চলবে বলে জানায়, কারখানার শ্রমিক ফজলুল হক।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা। শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছেন কাজে ফিরে যাবার জন্য।