ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুককে রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) হতে ব্যাংককগামী একটি ফ্লাইটে উঠতে গেলে তাকে বাধা দেওয়া হয়।
ফ্লাইটে ওঠার পূর্বেই তাকে ফ্লাইটে উঠতে না দিয়ে ইমিগ্রেশন কাউন্টারে তাকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করা হয়। অতঃপর তাকে দেশ ত্যাগে বাধা দেওয়া হয়।
এমতবস্থায়, সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুককে এখনও ইমিগ্রেশন পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে, তাকে থানায় সোপর্দ করা হবে নাকি তার বাড়ি ফেরার জন্য মুক্ত করে দেওয়া হবে এই বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।