নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আরও তিনজন সদস্য যোগ দিয়েছেন। রোববার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণকারী তিনজন নতুন উপদেষ্টা হলেন বিশিষ্ট শিল্পপতি সেখ বশির উদ্দিন, খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং তরুণ ছাত্রনেতা মাহফুজ আলম।
শেখ বশির উদ্দিন দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তাঁর ওপর বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই দায়িত্বে তিনি তাঁর পেশাগত দক্ষতা দিয়ে দেশের শিল্প ও বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
মোস্তফা সারোয়ার ফারুকী দুই দশক ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণে নিজেকে এক স্বতন্ত্র উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন উপদেষ্টা হিসেবে তাঁর উপস্থিতি দেশের সংস্কৃতি খাতের জন্য বিশেষ প্রভাব রাখবে বলে অভিমত অনেকের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহফুজ আলম এত দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক হিসেবে মাহফুজের দৃঢ় ভূমিকা তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছে। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তাঁর সহযোদ্ধা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ইতিমধ্যে উপদেষ্টা পদে রয়েছেন। এই তিন তরুণ ছাত্রনেতার অন্তর্ভুক্তি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
উল্লেখ্য, বিগত সরকারের পতনের পর গত ৮ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে শুরুতে ২১ জন সদস্য থাকলেও, কার্যক্রমে গতিশীলতা আনতে আরও সদস্য অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা দেখা দেয়। নতুন তিনজন সদস্য যোগ দেওয়ার পর উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২৪-এ দাঁড়াল।
এদিকে, উপদেষ্টা পরিষদের দায়িত্ব বণ্টনে সাম্প্রতিক কিছু পরিবর্তন আনা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এত দিন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছিলেন। তবে এখন থেকে তিনি কেবল আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এত দিন অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও এখন থেকে শুধু অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন। এত দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদের স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন একই সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।
অন্যদিকে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তা আলী ইমাম মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন এই সদস্য যোগদান এবং দায়িত্ব বণ্টনের পুনর্বিন্যাস সরকারের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আনবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।