Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Fri, Jun 20, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • খেলা
    • প্রযুক্তি
    • বিনোদন
    • মতামত
    • সাহিত্য
    • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কুমিল্লায় নির্মিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি
    বাংলাদেশ

    কুমিল্লায় নির্মিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি

    এফ. আর. ইমরানNovember 20, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ময়নামতি ওয়ার সিমেট্রিতে সংবাদ সম্মেলনে কবর খনন বিশেষজ্ঞ বলেন- ছায়াঘেরা স্নিগ্ধ নৈসর্গিক পরিবেশ। কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি (যুদ্ধ সমাধি) থেকে ২৪ জন জাপানি সৈনিকের সমাধির মধ্যে ১২টি সমাধির খনন কাজ পূর্ণাঙ্গভাবে করা হয়েছে। আংশিকভাবে আরও ৫টি সমাধি খনন কাজ চলছে।  এসব তথ্য জানিয়েছেন, জাপানের ফরেনসিক দলকে সহায়তাকারী মুক্তিযুদ্ধ গবেষক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক।

    ৮১ বছর পরও সৈনিকদের শরীরের বিভিন্ন হাড় আমরা পাচ্ছি। এর কারণ হচ্ছে যেখানে সমাধিগুলো করা হয়েছে তা অপেক্ষাকৃত উঁচু ভূমিতে। কখনোই পানি আসেনি এখানে। অত্যন্ত সাবধানতার সঙ্গে কিছুটা এক্সকাভেটর এবং বাকিটা ম্যানুয়ালি আমরা খননকাজ করছি। পুরো কাজ যথাসময়েই শেষ করার আশা করছি। ২৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় অজ্ঞাত। খনন করে সমাধি থেকে যতটুকু হাড় ও বিভিন্ন আলামত পাওয়া যাচ্ছে তা ডিএনএ প্রোফাইল হিসেবে অনেক সহায়ক হবে বলে জানান, সাজ্জাদ আলী।

    প্রথম আলোর প্রতিবেদন হতে দেখা যায়, কুমিল্লা ছিল সেনানিবাস। তখন বার্মায় ব্রিটিশদের সঙ্গে জাপানিজদের যুদ্ধ চলছিল। ব্রিটিশদের কমান্ডার ছিলেন ফিল্ড মার্শাল উইলিয়াম জোসেফ স্লিম। জাপানিজরা সিঙ্গাপুর দখল করার পাশাপাশি চীনের অনেক জায়গা দখল করে ভারতের দিকে অগ্রসর হতে থাকে। তখন ভারতকে ‘দ্য জুয়েল ইন দ্য ক্রাউন’ হিসেবে বিবেচনা করা হতো। জাপানিরা বার্মায় ঢুকে রাজধানী রেঙ্গুন (ইয়াঙ্গুন) দখল করে ফেলে। ওই সময় ব্রিটিশদের সঙ্গে জাপানিদের যুদ্ধ শুরু হয়। বার্মায় যুদ্ধে অনেক সৈনিক নিহত হন। ওই সময় কুমিল্লা, চট্টগ্রামসহ কয়েকটি স্থানে যুদ্ধসমাধি তৈরি করেছিলেন ব্রিটিশরা। কুমিল্লা সেনানিবাস থেকে উইলিয়াম স্লিম তাঁর সৈনিকদের প্রস্তুত করেন। তখন প্রতিপক্ষও ফেনীসহ বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ শুরু করে। একপর্যায়ে উইলিয়াম স্লিম একটা আন্ডারগ্রাউন্ড কমান্ডো ফোর্স গঠন করেন; কুমিল্লা সেনানিবাসে যা এখনো আছে পাশাপাশি ময়নামতিতে হাসপাতাল নির্মাণ করা হয়। বার্মায় যুদ্ধে আহত ব্রিটিশসহ মিত্রদেশগুলোর সৈনিকদের বেশির ভাগকে চিকিৎসার জন্য ময়নামতি ও চট্টগ্রামে আনা হতো কিন্তু কুমিল্লায় কোনো যুদ্ধ হয়নি। তিনি বলেন, আহত জাপানিজ সৈনিকদের মধ্যে যাঁদের চিকিৎসার জন্য আনা হতো, তাঁদের সবাই গ্রেপ্তার হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সৈনিকেরা যখন মারা যান, তখন স্লিম একটা যুদ্ধসমাধি তৈরির সিদ্ধান্ত নেন। সমাধিস্থল নির্বাচনে করা কমিটির সদস্য ছিলেন তাঁর বাবা। তখন তাঁর বাবা স্লিমের সদর দপ্তরে ‘ডিফেন্স ইন্টারপ্রেটার’ হিসেবে কাজ করতেন।

    ময়নামতি ওয়ার সিমেট্রিতে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিককে সমাহিত করা হয়। এর মধ্যে মুসলিম ১৭২ জন, বৌদ্ধ ২৪, হিন্দু ২ ও বাকিরা খ্রিষ্টধর্মাবলম্বী। তাঁদের মধ্যে যুক্তরাজ্যের ৩৫৭, কানাডার ১২, অস্ট্রেলিয়ার ১২, নিউজিল্যান্ডের ৪, অবিভক্ত ভারতের ১৭১, রোডেশিয়ার ৩, পূর্ব আফ্রিকার ৫৬, পশ্চিম আফ্রিকার ৮৬; বার্মা, বেলজিয়াম, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ডের ১ জন করে এবং জাপানের ২৪ জন নাগরিকের সমাধি আছে। ১৯৬২ সালে একজন সৈনিকের দেহাবশেষসহ সমাধির মাটি তাঁর স্বজনেরা যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন।

    সংবাদ সম্মেলনে প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ ফ্রান্সেস মাইকেল ও টিমের সমন্বয়ক সাদিক হোসেন রানা উপস্থিত ছিলেন। তবে খনন কাজ চলমান থাকায় নিরাপত্তার কারণে সাংবাদমাধ্যমকর্মীদের সেখানে প্রবেশের অনুমতি ছিল না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    সরকারি সেবায় দুর্নীতি: নাগরিকদের ৩১% ক্ষতিগ্রস্ত

    June 19, 2025
    আন্তর্জাতিক

    ইরান কি প্রতিপক্ষকে থামাতে গিয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নেবে?

    June 19, 2025
    বাংলাদেশ

    ২৫৩ জন গুমের অকাট্য প্রমাণ রয়েছে: কমিশন

    June 19, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    দেশের অর্থনৈতিক স্থবিরতা কি কেটে উঠা সম্ভব?

    অর্থনীতি May 29, 2025

    বাজেটের স্বাধীনতা: বিচার বিভাগের স্বাধীনতার অন্যতম নিয়ামক

    আইন আদালত June 1, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Comment Policy
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Comment Policy

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2024 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.