সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে, তাই দেশটিতে আজ (শনিবার) থেকে রোজা শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।
দেশটির সুপ্রিম কোর্টের আহ্বানে সৌদি আরবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র চাঁদ দেখার প্রস্তুতি নেয়। এর মধ্যে সুদাইর ও তুমাইর অঞ্চলে চাঁদ দেখা গেছে বলে জানা গেছে।
হিজরি সনের নবম মাস রমজান মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র। ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের একটি হলো রোজা, যা সকল সুস্থ মুসলিমের জন্য ফরজ। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী নারী, দুগ্ধদাত্রী মা, ভ্রমণকারী ও ঋতুমতী নারীদের জন্য রোজায় শিথিলতা রয়েছে।
সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াতেও আজ থেকে রোজা শুরু হয়েছে। তবে চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়া ও ব্রুনাইয়ে রমজান শুরু হবে আগামী ২ মার্চ, রোববার।
এদিকে বাংলাদেশেও আজ চাঁদ দেখা গেলে আগামীকাল রবিবার থেকে দেশে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে। দেশের ইসলামিক ফাউন্ডেশন এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।