উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগরে তৈরি হচ্ছে গভীর সঞ্চারণশীল মেঘমালা। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে দমকা কিংবা ঝড়ো হাওয়া।
রোববার (২৯ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে।