লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার (এসি) তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়—তাপসীর বিরুদ্ধে আনা “অসদাচরণের” অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে “চাকরি হতে বরখাস্তকরণ” গুরুদণ্ড দেওয়া হয়েছে।
চাকরিচ্যুতির আগে তিনি সহকারী সচিব (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন এবং সাময়িক বরখাস্তের আওতায় ছিলেন।
২০২৩ সালের ৬ অক্টোবর, তাপসী তাবাসসুম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লেখেন—
“সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”
এই বক্তব্যের পরপরই আলোচনার ঝড় ওঠে।
তিনি আরও একাধিক পোস্টে শহীদ আবু সাঈদ ও তৎকালীন ছাত্র-জনতার আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য করেন, যা প্রশাসনের দৃষ্টিতে রাষ্ট্রবিরোধী ও আচরণগতভাবে অগ্রহণযোগ্য বিবেচিত হয়।
ঘটনার পর তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় মামলা দায়ের করা হয়।
- প্রাথমিকভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
- তিনি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে লিখিত জবাব দিলেও, তা সন্তোষজনক বিবেচিত হয়নি।
- এরপর তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়।
- তদন্তে অভিযোগ প্রমাণিত হয়।
তদন্তের ভিত্তিতে তাকে আবারো দ্বিতীয় দফায় কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়।
তবে সমস্ত প্রতিবেদন ও নথি পর্যালোচনা শেষে তার বিরুদ্ধে চূড়ান্তভাবে গুরুদণ্ড প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
এছাড়া রাষ্ট্রপতিও এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন, যা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।