আজ শনিবার সকাল থেকে মধ্যদুপুর পর্যন্ত আশুলিয়ার মন্ডল নিটওয়্যারস্ লিমিটেডের শ্রমিকরা উত্তরা ও মিরপুর রোড অবরোধ করে আন্দোলন করেছেন। শ্রমিকদের মূল দাবী ছিলো বিজিএমইএ কর্তৃক নির্ধারিত শতভাগ বেতন প্রদান এবং অন্যান্য কারখানায় সাধারণ শ্রমিকদের মাসিক হাজিরা বোনাস হিসেবে ১ হাজার টাকা দেওয়া হলেও তাদের মাত্র ৮০০ টাকা কেন দেওয়া হচ্ছে, সে বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।
এসময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে ফিরিয়ে আনতে চেষ্টা করলেও তাদের দাবি মানা না হলে আন্দোলনকারী শ্রমিকরা রাস্তা অবরোধ অব্যাহত রাখেন। পরিস্থিতি বেগতিক দেখে গার্মেন্টস কর্তৃপক্ষ সেনাবাহিনীর সহায়তা কামনা করেন। দ্রুতই সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করে।
তবে আন্দোলনকারী শ্রমিকরা দাবি করেন, তাদের শ্রমিক নেতা ও নেত্রীকে কারখানা কর্তৃপক্ষ আটকে রেখেছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ করা হবে না। তবে কারখানার কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে জানান, তাদের নেতৃবৃন্দ কারখানা বন্ধ হওয়ার শঙ্কায় এবং বাংলাদেশের পোশাক শিল্পের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে আন্দোলন থেকে সরে গেছেন। তারা আরো দাবি করেন, শ্রমিকরা অযৌক্তিক দাবী নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
মধ্যদুপুরের দিকে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সাধারণ কার্যক্রম পুনরায় শুরু হয়।
নিজস্ব প্রতিনিধি- এফ.আর. ইমরান