রাজধানীর ডেমরা এলাকার একটি বাসায় ইডেন কলেজের এক ছাত্রীকে সাত মাস ধরে আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীটিকে জোর করে বাসায় আটকে রাখা হয়। এই ঘটনায় পুলিশ জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে সোমবার (১৯ মে) রাতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং পরে সংগীতশিল্পী নোবেলকে গ্রেপ্তার করে।
ঘটনার বিষয়ে মঙ্গলবার (২০ মে) দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তিগত সহায়তায় সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকেই নোবেলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ইডেন কলেজের ওই ছাত্রীকে গত বছরের নভেম্বরে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। পরে কৌশলে তাকে ডেমরার একটি ভাড়া বাসায় নিয়ে যান এবং সেখানে দীর্ঘ সাত মাস আটকে রেখে একাধিকবার ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেন। এই সময়ে ছাত্রীটির কিছু ব্যক্তিগত ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সেগুলো দিয়ে ব্ল্যাকমেইলও করছিলেন তিনি। অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত বিয়ে করেননি নোবেল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন নোবেল। ওই ভিডিওর সূত্র ধরেই পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে। ওসি মাহমুদুর রহমান জানান, ভিডিওতে দেখা যাওয়া নারীই ভুক্তভোগী ছাত্রী। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ছাত্রীটির বাবা-মা টাঙ্গাইল থেকে ঢাকায় এসে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং পরে ‘৯৯৯’-এ ফোন করে পুলিশের সহায়তা চান।
জরুরি সেবায় কল পাওয়ার পর সোমবার রাত ১০টার দিকে পুলিশ ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান নোবেল। এসময় তিনি একটি মাইক্রোবাস ভাড়া করে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানায় পুলিশ। তবে প্রযুক্তির সহায়তায় রাতেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
ওসি মাহমুদুর রহমান আরও জানান, নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের ভিডিও ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নোবেলকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানিয়েছে পুলিশ।