নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাহেদুর রহমান ওরফে দিপু (৫০) কে পাইপগানসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাতে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব অনন্তপুর এলাকার একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি রোববার দুপুরে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তার হওয়া সাহেদুর রহমান একলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তাঁর বাড়ি ওই ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামে।
জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সাহেদুর একটি দোকানে অস্ত্রসহ অবস্থান করছেন। এরপরই সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাহেদুর রহমানের বিরুদ্ধে আগে থেকেই চারটি মামলা রয়েছে। তবে তিনি সেসব মামলায় জামিনে ছিলেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম বলেন, “অস্ত্র আইনে সাহেদুরের বিরুদ্ধে একটি নতুন মামলা করা হয়েছে। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”