কুমিল্লার মুরাদনগরে সংঘটিত ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, “এই ঘটনার বিচার আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করছি। এর সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না।” রবিবার (২৯ জুন) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, “মুরাদনগরের এ ঘটনায় যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরাও ক্ষুব্ধ ও মর্মাহত। সরকার ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।”
তিনি জানান, ধর্ষণের মূল অভিযুক্তসহ যারা ভুক্তভোগীর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও অপরাধমূলক কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না।
আইন উপদেষ্টা আরও বলেন, “ধর্ষণের মতো জঘন্য অপরাধ রোধে আমরা ইতোমধ্যে আইনে সংশোধনী এনেছি। আপনারা মাগুরার মামলার দ্রুত বিচার দেখেছেন। ঠিক একইভাবে মুরাদনগরের ঘটনাতেও আমরা কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব।”