রাজধানীর মিরপুরে ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যুবদল নেতা রিদয় মিয়াকে গুলির ঘটনায় দায়ের করা মামলায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর, ভুক্তভোগী রিদয় নিজেই বাদী হয়ে মিরপুর মডেল থানায় সুমন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ, সাবেক এমপির রিমান্ডের জন্য আদালতে হাজির করলে, ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভোররাতে মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমন গ্রেপ্তার হওয়ার পর রাত ১টা ১৮ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেন, “আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।” এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের মধ্যে ব্যাপক আলোচনা চলছে এবং রাজনৈতিক মহলে এর প্রভাব নিয়েও আলোচনা বৃদ্ধি পাচ্ছে।
এখন দেখার বিষয়, আদালত কতদূর পর্যন্ত এই মামলার প্রেক্ষিতে নতুন কোনো নির্দেশনা প্রদান করে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এর ফলে কি ধরনের পরিবর্তন আসে।