গত মঙ্গলবার রাতে র্যাব -২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসাই সোহেলকে গাবতলী পশুর হাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
কসাই সোহেল জেনেভা ক্যাম্পের মাদক কারবারিদের একজন। তার নামে একাধিক মামলা রয়েছে। এছাড়া সে দেশী হাত বোমা তৈরিতেও দক্ষ।গত কয়েক মাস ধরে চলছে আধিপত্যের লড়াই। প্রায়দিনই দুই পক্ষ সংঘর্ষে জড়াচ্ছে। গুলি, বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে এ পর্যন্ত সাতজনের প্রাণ গেছে।এসব ঘটনায় কসাই সোহেল প্রধান অভিযুক্তদের একজন।
ঢাকার অন্যতম মাদক স্পট হিসেবে বিবেচিত জেনেভা ক্যাম্পের মাদক কারবারিদের ধরতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে বিগত কয়েকদিন। এরই ধারাবাহিকতায় কসাই সোহেলকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। র্যাব–পুলিশের অভিযানেও ধরা পড়েছে বেশ কয়েকজন। তারপরও ক্যাম্পের মাদক কেনাবেচা বন্ধ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।বাসিন্দাদের দাবি,যত দ্রুত সম্ভব সকল অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসলে তাদের জীবন যাপন স্বাভাবিক হয়ে উঠবে।