রাজধানীর মিরপুর, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়তই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। যার বেশির ভাগ শিকার হচ্ছে নারী এবং বয়স্করা।
গতকাল সন্ধ্যায় রাজধানীর কদমতলী মোড় থেকে রিক্সায় করে বাসায় যাবার পথে এক নারী তার দুই বাচ্চাসহ ছিনতাইয়ের শিকার হয়। ঐ নারীর কানের দুল কান থেকেই ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
স্থানীয় এক সংবাদকর্মীকে ঐ নারী জানায়, দুর্বৃত্তকারীদের সঙ্ঘবদ্ধ একটি গ্রুপ আমার অনেক সময় ধরেই পিছু নেয়। কদমতলী মোড়ে গাড়ির চাপের কারণে রিক্সা যখন একটু গতি কমিয়ে দেয়। তখন এক গ্রুপ আমার রিক্সার ডান পাশে অন্য গ্রুপ আমার বাম পাশে অবস্থান নিয়ে সুযোগ বুঝে কানের দুল ধরে টান দিয়ে নিয়ে যায়।এতে তার কানে মারাত্মকভাবে ক্ষত হয়।
ভুক্তভোগী নারী আরও জানায়, আমি যদি তখন ছিনতাইকারীদের পিছু নিতাম তাহলে আমার মনে হচ্ছিল ডান পাশের যে গ্রুপ ছিলো তারা আমার ২ বছরের মেয়ে বাচ্চাকেও ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিলো। এসময় আশেপাশে পুলিশের সদস্যরা থাকলেও তাদের এই ব্যাপারে নিরব ভূমিকা ছিলো।
এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জানতে চাইলে তারা জানায়, আমরা নিয়মিত টহল এবং অভিযান পরিচালনা করছি।তবে কিছু পয়েন্টে আমাদের সদস্যরা না থাকায় ঐ জায়গাগুলোতে এই বিচ্ছিন্ন ঘটনা ঘটছে।
এদিকে ভুক্তভোগীরা থানায় কোন অভিযোগ জানাতে চান না। কারণ তাদের যে সমস্যার প্রতিকার দরকার আইন শৃঙ্খলা বাহিনী তা দিতে ব্যর্থ বলে অভিযোগ করেন ভুক্তভোগীর অনেকেই।
এমন অবস্থায় সাধারণ মানুষদের দাবি সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়াতে হবে। তাদের উপর যে দ্বায়িত্ব তা তাদের সঠিক ভাবে পালনে আরও সচেতন হতে আহ্বান জানায়।