গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সুত্রাপুর এলাকায় পৌঁছালে রাত সাড়ে ১১টার দিকে একদল ডাকাত একটি মাইক্রোবাস দিয়ে কম্বল ভর্তি কাভার্ড ভ্যানের গতি রোধ করে। তারপর অস্ত্রের মুখে ড্রাইভার এবং হেলপারের চোখ বেঁধে ফেলে এবং কাভার্ড ভ্যানটি কম্বলসহ ডাকাতি করে নিয়ে যায়।
কম্বল ভর্তি একটি বড় কাভার্ড ভ্যান শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো।কাভার্ড ভ্যানের মালিক আলম মিয়া বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামলা পর তদন্ত কর্মকর্তা এসআই মো. জাহাঙ্গীর আলম ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ হোসেন পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত ডাকাতরা পেশাদার অপরাধী। বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে।
ডাকাতরা আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়ে ডাকাতিতে অংশগ্রহণের কথা স্বীকার করেন এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি ও কাভার্ড ভ্যান ঢাকার পল্লবী এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় আরও তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।