জাপানের সর্ব উত্তরের দ্বীপের ৮০ বছর বয়সী এক নারী মহাকাশ অভিযানের ছল দেখিয়ে প্রতারকের কাছে প্রায় ৯ লাখ টাকা হারিয়েছেন।
সিবিএস নিউজ ২ সেপ্টেম্বর জানায়, গত জুলাইয়ে অনলাইনে পরিচয় হয় নারীর সঙ্গে এক অপরিচিত ব্যক্তির। কিছুদিন কথোপকথনের পর প্রতারক তাকে বলেছিল, সে একজন নভোচারী এবং মহাকাশে একটি অভিযানে আছে। অভিযানের সময় হামলার শিকার হয়ে এখন সে বিপদে আছে এবং অক্সিজেন কিনতে তার অর্থ প্রয়োজন।
নারী, যিনি একাকী থাকতেন, সরলতার সঙ্গে প্রতারকের দাবি মানেন এবং তাকে অর্থ পাঠান। প্রতারক সুযোগ নিলে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেয়। অর্থ নেওয়ার পর সব যোগাযোগ বন্ধ করে দেয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সতর্ক করেছেন, “সামাজিক মাধ্যমে কেউ আপনার সঙ্গে পরিচিত হয়ে নগদ অর্থ চাইলে সতর্ক থাকুন এবং পুলিশকে জানাতে দ্বিধা করবেন না।” জাপানের বহু মানুষ বয়স্ক। একাকিত্বের কারণে তারা সহজেই প্রতারণার শিকার হন। প্রতারকরা প্রায়ই এই বয়সীদের লক্ষ্য করে প্রতারণা চালায়।

