মঙ্গলবার কনটেইনার পরিবহনকারী প্রাইমওভারের শ্রমিকদের ধর্মঘটের কারণে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বন্দরে কন্টেইনার চলাচল বন্ধ রয়েছে।
কলম্বোগামী কনটেইনার জাহাজ এইচআর আরাই আজ অবমুক্ত করা হয়নি। কারন ধর্মঘটের জন্য বেসরকারি ডিপো থেকে বুক করা উল্লেখযোগ্য সংখ্যক রপ্তানি কন্টেইনার বন্দরে পৌঁছাতে পারেনি।
সচিব মো. ওমর ফারুক বলেন, কন্টেইনার ছাড়া অন্য পণ্যবাহী গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে আসা-যাওয়া করছে। বন্দরের ভেতরে জেটিতে থাকা জাহাজে কন্টেইনার ওঠানামা স্বাভাবিক আছে।
চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেলার কংক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা নির্দিষ্ট কর্মঘণ্টা ও ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘটে।
ধর্মঘটের কারণে সোমবার কোনো রপ্তানি পণ্যবাহী কন্টেইনার ডিপো থেকে বন্দরে নেওয়া সম্ভব হয়নি। একইভাবে আমদানি পণ্যবাহী কন্টেইনারও বন্দর থেকে ডিপোতে আনা যায়নি। এভাবে চলতে থাকলে বাণিজ্য খাতে অর্থনৈতিক ভাবে ব্যাপক ক্ষতি হবে।
তাদের আরও বেশ কিছু দাবি আছে , অন্যান্য দাবির মধ্যে রয়েছে তাদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করতে হবে।