কমিউনিটি ব্যাংক, গতকাল পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পিএলসি-কর্তৃক পরিচালনা পর্ষদের ৫৮তম সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আইজিপি ও ব্যাংকের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম এনডিসি।
র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান, এআইজি আবু হাসান মুহাম্মদ তারিক ও মোঃ তৌফিক মাহবুব চৌধুরী, ডিআইজি ডাঃ শোয়েব রিয়াজ আলম, মোঃ আমিনুল ইসলাম ও কাজী জিয়া উদ্দিন, অতিরিক্ত ডিআইজি মুনতাসিরুল ইসলাম ও সুফিয়ান আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, এমডি মসিউল হক চৌধুরী ও কোম্পানি সচিব সাইফুল আলম।