রমজান মাসে পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, যারা অহেতুক দাম বাড়িয়ে জনগণকে ভোগান্তিতে ফেলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তরুণদেরও সোচ্চার হতে হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মেরুল বাড্ডায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বাজার তদারকির উদ্যোগ নেওয়া হবে। এবারের রমজানে যেন ভোক্তারা স্বস্তিতে থাকেন, সে লক্ষ্যে কাজ চলছে।”
তিনি আরও জানান, জনগণের স্বার্থে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সারা বছর এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে। বিশেষভাবে, যেখানে জনগণ আগে বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে, সেসব জায়গাকে পণ্য বিক্রির জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের এ উদ্যোগে বাজার স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।