যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৭ শতাংশ শুল্ক ইস্যুতে আলোচনার জন্য আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে একটি বাংলাদেশি প্রতিনিধি দল। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে এই প্রতিনিধি দল দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) সঙ্গে বৈঠক করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত “মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়ে সরকার ইতোমধ্যেই বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধি দলে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমানও অংশ নেবেন।