অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন যাচ্ছেন। আজ (শুক্রবার) ভোর ৪টায় একটি ফ্লাইটে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।বার্ষিক সভা ১৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। বর্তমানে আইএমএফের সঙ্গে বাংলাদেশের ৫৫০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি কার্যকর রয়েছে।
অর্থ উপদেষ্টার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফরকারী ১২ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী প্রমুখ।
সেমিনারে অংশ নেওয়া নিয়ে গত মঙ্গলবার অর্থ উপদেষ্টা জানান, আইএমএফের ঋণের পাইপলাইনে আরও কিছু অর্থ আছে। এই অর্থ ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তবে নতুন কোনো বড় কর্মসূচি নেওয়ার সম্ভাবনা কম। বড় কোনো সিদ্ধান্ত হলে তা পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইএমএফ-ওয়ার্ল্ডব্যাংকের বার্ষিক সভার পাশাপাশি প্রতিনিধি দল ভি-২০ খ্যাত ভালনারেবল টোয়েন্টি ফোরামের মন্ত্রী পর্যায়ের সংলাপ, ওপেক ফান্ডের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ও অন্যান্য দাতাসংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাইড লাইনে বৈঠক হবে। অর্থ উপদেষ্টার ঢাকা ফেরা নির্ধারিত হয়েছে ২৪ অক্টোবর।

