চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার কিছুটা বেড়েছে। তবে একই সময়ে ব্যয় কমেছে ১ হাজার ৫৭ কোটি টাকা। স্বাভাবিক সময়ের তুলনায় এডিপি বাস্তবায়নের গতি কিছুটা মন্থর রয়েছে।
গতকাল (রোববার) প্রকাশিত বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, এডিপির অগ্রগতি বেড়লেও ব্যয় প্রবৃদ্ধি সন্তোষজনক নয়। মন্ত্রণালয় ও বিভাগগুলো গত অর্থবছরের একই সময়ের তুলনায় কম অর্থ খরচ করেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা, টেন্ডার বিলম্ব, ঠিকাদার না থাকা এবং আমলাতান্ত্রিক ধীরগতির কারণে এডিপি বাস্তবায়নের গতি মন্থর দেখা দিয়েছে।
আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়ন হার ৫.০৯ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৪.৭৫ শতাংশ। সাধারণত অর্থবছরের প্রথম প্রান্তিকে ৭.৫০ থেকে ৯.৫০ শতাংশের বেশি এডিপি বাস্তবায়ন হয়।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ১২ হাজার ১৫৮.২৭ কোটি টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে একই সময়ে ব্যয় হয়েছিল ১৩ হাজার ২১৫.৩০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে ব্যয় হয়েছিল ২০ হাজার ৬০৯.৫৫ কোটি টাকা। চলতি অর্থবছরে সরকারের এডিপি ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫.৬৪ কোটি টাকা।