সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট বেতনসীমা অতিক্রম করলে তাদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন করা বাধ্যতামূলক হয়েছে। এই নির্দেশনা দিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়। গতকাল সোমবার (১০ নভেম্বর) এটি প্রকাশিত হয় অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখার মাধ্যমে।
পত্রে বলা হয়েছে, আয়কর আইন-২০২৩ অনুযায়ী চলতি অর্থবছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬ হাজার ৭৮৫ টাকা এবং যেসব নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয়ের পরিমাণ করমুক্ত সীমা অতিক্রম করছে। সেক্ষেত্রে বেতন বিল প্রস্তুতের সময় তাদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন করা বাধ্যতামূলক।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস এসআর ১১৫ অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে। এর আগে গত ৭ নভেম্বর এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠিয়ে একই বিষয় জানিয়েছিলেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, করযোগ্য আয় থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তা-কর্মচারী তাদের মাসিক বেতন থেকে কোনো আয়কর কর্তন করেন না। তাই চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬ হাজার ৭৮৫ টাকা এবং যেসব নারী কর্মকর্তা-কর্মচারীর বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার বেশি, তাদের মাসিক বেতন থেকে উৎসে কর কর্তন করা বাধ্যতামূলক।
চিঠিতে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, করযোগ্য বেতন-ভাতাদি পরিশোধের ক্ষেত্রে অন্য কোনো উৎস থেকে আগেই আয়কর পরিশোধ হয়ে থাকলে তা সমন্বয়পূর্বক বিবেচনা করতে হবে। এরপর বেতন-ভাতা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করতে হবে।

