বেপজা অর্থনৈতিক অঞ্চলে নতুন শিল্প ইউনিট স্থাপনের জন্য দুটি সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন কোম্পানির সঙ্গে জমি ইজারা চুক্তি করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। হালকা প্রকৌশল এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ উৎপাদনে এসব কোম্পানি ৭ কোটি ডলারের বেশি বিনিয়োগ করবে। এতে কর্মসংস্থান তৈরি হবে ১ হাজার ১০৫ জন বাংলাদেশির।
বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার ঢাকার বেপজা কমপ্লেক্সে বেপজা এবং ডিজে কপার কোম্পানি ও জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানির মধ্যে চুক্তি সই হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর, জিআরএক্স টেকনোলজি (বিডি) ব্যবস্থাপনা পরিচালক ঝ্যাং না এবং ডিজে কপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ঝ্যাং জুনফেং চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগকারীদের বাংলাদেশকে বিশেষ করে বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করে বেপজা বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘ সম্পর্ক এবং বেপজার ধারাবাহিক সেবার মান বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ করে চীনা উদ্যোক্তাদের আস্থা বাড়িয়েছে। প্রতিষ্ঠান দুটিকে তিনি বর্তমান শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে দ্রুত নির্মাণকাজ শুরু করার আহ্বান জানান। পাশাপাশি বিনিয়োগকারীদের সহায়তায় বেপজার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার আশ্বাসও দেন।

