বিয়ের পর স্বামীকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলা।
শনিবার সামাজিক যোগাযোমাধ্যম ফেসবুক ছবিগুলো পোস্ট করে তিনি লিখেন, ‘শুভ সকাল কক্সবাজার!’ অবশ্য তারা মধুচন্দ্রিমার জন্যই কক্সবাজারে গিয়েছেন কিনা সেটা পোস্টে উল্লেখ করে কিছু লেখেন নাই।
এর আগে গেল শুক্রবার সামাজিক মাধ্যমে তার ভিডিও পোস্টে দেখা যায়, তারা গাড়িতে করে ঘুরতে বেরিয়েছেন। ঐ পোস্টির ক্যাপশনে তিনি লিখেন ‘বেড়াতে যাই কক্সবাজার।
রৌদ্রোজ্জ্বল সকালে মিষ্টি রোদের ছোঁয়া গায়ে লাগিয়ে এক ফ্রেমে নিজেদের ধরা দিলেন সদ্য বিবাহিত নব-দম্পতি। অভিজাত হোটেলের সুইমিংপুল কমপ্লেক্স বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। দু’জনের চোখেই রোদচশমা, গায়ে টি-শার্ট। বোঝাই যাচ্ছে, সেখানে বেশ আনন্দঘন সময় কাটাচ্ছেন এই দম্পতি।
প্রসঙ্গত, শিরিন-সাজিলের প্রথম সাক্ষাৎ হয় ২০১৮ সালের ১০ অক্টোবর। পরে চলতি মাসের ১০ তারিখ ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা।