আজ (২ নভেম্বর) বলিউড বাদশা শাহরুখ খানের ৫৯তম জন্মদিন। এখনো তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে একের পর এক সিনেমায় অভিনয় দিয়ে বিশ্ব জুড়ে কোটি কোটি ভক্তের মন জয় করে রেখেছেন। থিয়েটার দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করে আজ সে বিশ্বের নাম করা অভিনেতাদের একজন। আজকের এই বিশ্বজোড়া পরিচিতি একদিনে হয় নি তার। কঠিন পরিশ্রম তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। বার বার নিজের অভিনয় দিয়ে প্রমাণ করেছেন তিনি বলিউডের বাদশা।
প্রতিবছরের ন্যায় এবারও তার জন্মদিনের আয়োজনে কোন কমতি রাখছেন না তারই জীবনসঙ্গী স্ত্রী গৌরী খান। ‘মান্নাত’ এ হবে জন্মদিনের জমকালো আয়োজন। বলিপাড়ার নামীদামী সব তারকাদের মিলন মেলায় রূপ নিবে বলিউড বাদশার জন্মদিন উপলক্ষে।
শাহরুখ খান ১৯৬৫ সালের ২ নভেম্বর নতুন দিল্লির মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
দিল্লির থিয়েটার গ্রুপের মাধ্যমে অভিনয় জীবন শুরু শাহরুখ খানের। ন্যাশনাল স্কুল অব ড্রামাতে পড়াশোনা করে নিজেকে তৈরি করতে থাকেন। বলিউডে অভিষেক হয় ‘দিল আশনা হেয়’ সিনেমা দিয়ে। তবে তিনি ‘দিওয়ানা’ সিনেমা মুক্তির পর ব্যাপক সাফল্য অর্জন করেন। এছাড়াও দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েনগে’, ‘কয়লা’, ‘পরদেশ’, ‘ইয়েস বস’, ‘দিল তো পাগল হেয়’, ‘দিল সে’, ‘কুছকুছ হোতা হেয়’, ‘বাদশাহ’, ‘মোহাব্বাতেন’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘দেবদাস’, ‘শক্তি’র মত চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের কাছে বলিউড ‘বাদশাহ’র খেতাব পান তিনি।