শাহরুখ ও মাধুরী একসঙ্গে মিলে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে অন্যতম মুভি ছিল ‘দিল তো পাগল হ্যায়’। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত যেন প্রাণ ঢালে সিনেমায়। সামনে আরও একাধিক কাজে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে।তার নাচের ছন্দ ও নজরকাড়া হাসিমাখা ঠোঁট সবই যেনো সিনেমাপ্রেমীদের হৃদয়ে এক অনন্য অনুভূতির সৃষ্টি করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত কথায় জানা যায়, একটি রোমান্টিক ছবিতে অভিনয় করার জন্য বলিউড বাদশাহ শাহরুখ খানকে রাজি করিয়েছিলেন এই অভিনেত্রী।
‘কয়লা’ ছবিটিতে অভিনয় করতে করতে শাহরুখকে মাধুরী বলেছিলেন- আমাদের মনে হয় এবার একটা রোমান্টিক ছবিতে অভিনয় করা উচিত। মাধুরী ‘দিল তো পাগল হ্যায়’ ছবিটির আগে শাহরুখ খানের সঙ্গে ‘আঞ্জাম’ ও ‘কয়লা’ ছবিটিতে জুটি বেঁধে কাজ করেছিলেন তিনি।
অবিনেত্রী সাক্ষাৎকারে বলেন, ‘শাহরুখের সাথে আগের ছবিগুলোতে- হয় মারামারি করছি, না হয় দৌড়াচ্ছি নোংরা কাপড়ে। কোনো প্রেমের দৃশ্য নেই। তাই চেয়েছিলেন শাহরুখের সঙ্গে এমন একটি ছবি করতে চান তিনি, যেখানে সাজগোজ করতে পারবেন, রোমান্স করতে পারবেন। এমন সুন্দর রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে পারবেন।’ পরে মাধুরীর কথায় রাজি হয়েছিলেন বাদশাহ। এরপরেই শুটিং হয় ‘দিল তো পাগল হ্যায়’ ছবিটি।
‘ভুলভুলাইয়া থ্রি’ ছবিতে শেষবার দেখা গেছে তাকে। এ ছবিতে ছিলেন অভিনেত্রী বিদ্যা বালান, তৃপ্তি দিমরি ও কার্তিক আরিয়ান। এই ছবিতেও তার অভিনয়, নজরকাড়া হাসিমাখা ঠোঁট ও হৃদয়ে দোলা জাগানোর মত মাধুরীর নাচের দৃশ্য। যার অভিনয়ে কোটি কোটি সিনেমাপ্রেমীরা মুগ্ধ হয়েছেন।