‘বরবাদ’-এর রেশ কাটতে না কাটতেই ঢালিউডে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব খান। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘তাণ্ডব’-এর টিজার প্রকাশের পর থেকেই তুমুল সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রোববার (১৮ মে) সকালে নিজের ফেসবুক পেজে টিজারটি প্রকাশ করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তিনি লিখেন, “সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন!”
চলমান সময়ের সফল নির্মাতা রায়হান রাফির পরিচালনায় নির্মিত ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের আগ্রহ আগেই চূড়ায় ছিল। টিজার প্রকাশের পর সেই উত্তেজনায় যেন নতুন মাত্রা যোগ হয়েছে।
প্রকাশিত টিজারে দেখা যায়, মুখোশধারী একটি সশস্ত্র দল একটি ভবনে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে, যা দর্শকদের মতে একটি টেলিভিশন চ্যানেল হতে পারে। পরিস্থিতি এক পর্যায়ে রূপ নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে। ব্যাকগ্রাউন্ডে ভেসে আসে ভয়াবহ বার্তা- “তাণ্ডব আসছে”, যার মাধ্যমে দেশবাসীকে ঘরে অবস্থানের আহ্বান জানানো হয়।
এরপর চমক হিসেবে দেখা যায়, মুখোশ খুলে দাঁড়িয়ে আছেন শাকিব খান নিজেই। একইসঙ্গে এক ঝলকে পর্দায় হাজির হন জয়া আহসান। টিজারের টানটান উত্তেজনায় দর্শকমহলে সৃষ্টি হয়েছে প্রবল কৌতূহল ও উন্মাদনা।
এর আগে গতকাল বিকেলে শাকিব তার ফেসবুকে সিনেমার একটি পোস্টার প্রকাশ করে টিজার প্রকাশের সময় ঘোষণা দেন।
জানা গেছে, ‘তাণ্ডব’ সিনেমার গল্প আবর্তিত হবে একটি টেলিভিশন চ্যানেলে সংঘটিত এক নাটকীয় হামলার ঘটনাকে কেন্দ্র করে। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে শরিফুল রাজকে।
প্রযোজনা করেছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন পরিচালক রায়হান রাফি ও আদনান আদিব খান।
বর্তমানে সিনেমাটির শেষ অংশের শুটিং চলছে শ্রীলঙ্কায়। শাকিব খান, সাবিলা নূরসহ টিম ‘তাণ্ডব’-এর সদস্যরা সেখানে গান ও অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।
সবকিছু ঠিক থাকলে কোরবানির ঈদেই মুক্তি পাবে শাকিব-রাফির বহুল আলোচিত এই প্রজেক্ট ‘তাণ্ডব’। ঢালিউডে এই সিনেমা ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে আগাম উত্তেজনা ও আলোচনার ঝড়।