বলিউডে পেশাদারিত্বের অভাব নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, যে কোনো পেশায় যেমন প্রশিক্ষণের দরকার হয়, বলিউডে তা প্রায় অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। এখানে অশিক্ষিতরাই বেশি সুযোগ পাচ্ছে।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে নওয়াজ জানান, অন্যান্য ইন্ডাস্ট্রিতে দক্ষতা ও প্রশিক্ষণ ছাড়া কাজের সুযোগ পাওয়া যায় না কিন্তু বলিউডে ব্যতিক্রম ঘটছে। এখানে অনেকেই কোনো রকম প্রস্তুতি ছাড়াই সুযোগ পেয়ে যাচ্ছে– বলেন তিনি।
অভিনেতার দাবি, বলিউডে পারস্পরিক সমর্থন কিংবা আন্তরিকতা নেই। তার মতে, “বন্ধুত্বের ভান করা হয়, কিন্তু প্রকৃত বন্ধুত্ব নেই। আজ যে পাশে আছে, কাল সময়ের সঙ্গে বদলে যাবে। সবই স্বার্থের খেলা।” তিনি বলেন, বলিউডে তার কোনো বন্ধু নেই বরং শৈশবের কয়েকজন বন্ধুই আজও তার জীবনে রয়েছেন।
নওয়াজউদ্দিনের এই বক্তব্যে যেন পরোক্ষভাবে স্বজনপোষণ প্রসঙ্গটিও উঠে এসেছে। ‘বাইরের লোক’ হিসেবে পরিচিত এই অভিনেতার অভিজ্ঞতা বলছে, বলিউডে কাজের সুযোগ পাওয়া সহজ নয় যদি না কারও পরিবারতান্ত্রিক পরিচয় থাকে।
এর আগেও স্বজনপোষণের বিরুদ্ধে সরব হয়েছেন কঙ্গনা রানাউত, সিদ্ধার্থ মলহোত্র, এমনকি আলিয়া ভাটও। বিতর্ক নতুন নয়, তবে নওয়াজের মন্তব্যে বিতর্ক আরও এক ধাপ এগিয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে।
সম্প্রতি সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান এবং শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর বলিউডে পা রাখায়, নতুন করে ‘নেপোটিজম বনাম প্রতিভা’ বিতর্ক মাথাচাড়া দিয়েছে। নওয়াজউদ্দিনের মন্তব্য সেই বিতর্কেই যেন নতুন মাত্রা যোগ করল।