আবারও গাজায় একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। জাবালিয়ার নিকটবর্তী একটি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় ৩৩ জন প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে নারী নিহত হয় ২১ জন।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সির এক মুখপাত্র ৩৩ জনের প্রাণহানি হওয়ার পাশাপাশি বহু মানুষ আহত হওয়ার কথা জানায়।
তাল আল-জাতার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় গতকাল এ হতাহতের ঘটনা ঘটেছে। আল আওদা হাসপাতালের একটি সূত্রকে উদ্ধৃত করে এএফপি জানায়, নিহত ২২ জনের নাম তারা নথিভুক্ত করেছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৭০ জন।
এই ধিক্কারজনক ঘটনার প্রশ্ন করা হলে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, তারা বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছেন।
ইসরায়েল সম্প্রতি ৬ অক্টোবর থেকে উত্তর গাজায় জাবালিয়ার আশেপাশে নতুন করে হামলা শুরু করে। তাদের দাবি, সেখানে হামাসের যোদ্ধারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এর পর থেকে ওই এলাকায় ইসরায়েলের হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা শুক্রবার রাতে বলেছে, উত্তর গাজার বেসামরিক নাগরিকরা ক্রমবর্ধমান ভয়াবহ এবং বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। স্থানটিতে ভারী বোমাবর্ষণের নৃশংসতার মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছে। তাই দ্রুত এসব হতাহতি বন্ধ করা উচিত।