ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। তারা হামলা শুরুর এক ঘণ্টারও কম সময় দিয়ে স্থানীয় বাসিন্দাদের বৈরুতের দক্ষিণের শহরতলি দাহিয়েহ হতে দ্রুত সরে যেতে নির্দেশ প্রদান করে।
স্থানীয় সংবাদমাধ্যমে দাহিয়েহতে অন্তত দুটি বিমান হামলা হওয়ার খবর প্রকাশ করেছে।
দাহিয়েহ ছাড়াও এদিন হারেত হেরিক এবং কাছাকাছি হাদাথ এলাকার অন্তত দুটি ভবনের আশপাশ থেকে স্থানীয়দের দ্রুত সরে যেতে বলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী কর্তৃক প্রকাশ করা একটি মানচিত্রে ভবন দুটি লাল রং দিয়ে চিহ্ন করা হয়েছে। ভবন দুটিতে ‘হিজবুল্লাহর অবস্থান এবং স্বার্থ’ আছে বলে দাবি জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের ওই ভবন দুটি থেকে অন্তত ৫০০ মিটার দূরে চলে যেতে বলেছে। তার জানিয়েছিল, শিগগিরই সেখানে হামলা করা হবে।
সতর্কবার্তা দেওয়ার এক ঘণ্টারও কম সময় পর স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুতে একাধিক বার হামলা চালায়।
তেল আবিবের নিকটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে গতকাল ড্রোন হামলা চালানো হয়েছিল। ওই হামলার পর নেতানিয়াহু বলেছেন, তাঁকে যারা হত্যার চেষ্টা করেছে। সেই হত্যাচেষ্টাকারীদের ‘চড়া মূল্য’ দিতে হবে।