যুদ্ধবিরতিতে ইসরাইল আগ্রহী না বলে জানান
হামাস নেতা ওসামা হামদান।
শনিবার বার্তা সংস্থা ইরনা এর মাধ্যমে হামাস নেতা আরো জানান,” ইসরাইল এমন অবস্থায় নিজেদের উপস্থাপন করতে চায় যেন তারা বিজয়ী হিসেবে নিজেদের দেখাতে পারে পুরো বিশ্বে। তারা কোন ভাবেই শান্তি আলোচনায় বিশ্বাসী না।”
হামদান আরও উল্লেখ করেন,”ইসরাইলি শত্রুরা জানে তারা ফিলিস্তিনি জনগণ ও হামাসের মনবল কখনোই ভাঙতে পারবে না। ইতিহাস সাক্ষী ফিলিস্তিনি স্বাধীনতাকামী।”
গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৪৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। যার মধ্যে বেশির ভাগই নারী এবং শিশু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধ বিরতির আহ্বান ইসরাইল উপেক্ষা করে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর ফলে গাজার জনগণ নিরাপদ আশ্রয় তো পাচ্ছেই না সাথে খাদ্য, পানি ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চরম সংকট দেখা দিয়েছে। যুদ্ধ বিরতির জন্য যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার উদ্যোগ নিলেও ইসরাইল যুদ্ধ চালিয়ে যাওয়ায় সে চেষ্টাও ব্যর্থ।
হামাসের সিনিয়র নেতা আরও বলেন,” মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেই নির্বাচিত হোক না কেন ইসরাইলকে কৌশলগত সহযোগিতা যুক্তরাষ্ট্র করেই যাবে।”
গাজার যুদ্ধ শুধুই দুর্ভিক্ষ ও অভূতপূর্ব দুর্দশা নিয়ে এসেছে। যা সেখানকার মানুষের জীবনকে হুমকির মুখে নিয়ে যাচ্ছে।