তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রবিবার দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানায়, আংকারার পররাষ্ট্র মন্ত্রণালয়।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দুই নেতা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে সিরিয়ার রাজধানীর কোথায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে ফিদান শুক্রবার ঘোষণা করেছিলেন, তিনি সিরিয়ার নতুন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দামেস্ক সফরের পরিকল্পনা করছেন।
সিরিয়ার দীর্ঘমেয়াদি শাসক বাশার আল-আসাদকে বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত করার পর নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর আগে দেশটির গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন ১২ ডিসেম্বর দামেস্ক সফর করেছিলেন, যা আসাদের পতনের কয়েক দিন পরই ঘটে।
২০১১ সালে আসাদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে তুরস্কবিরোধী পক্ষের প্রধান সমর্থক হিসেবে ভূমিকা পালন করেছে।
মার্কিন ও তুর্কি প্রতিনিধিদের সঙ্গে সিরীয় নেতার এই বৈঠক দেশটিতে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুরস্ক এবং অন্যান্য আন্তর্জাতিক পক্ষ সিরিয়ায় স্থিতিশীলতা ও সমন্বিত রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়নের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।