রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক আলোচনাকে “খুব ভালো ও ফলপ্রসূ” বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশাবাদ প্রকাশ করে জানিয়েছেন, এই সংলাপ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের পথ তৈরি করতে পারে।
ট্রাম্প জানান, তিনি পুতিনকে কুরস্ক অঞ্চলে ‘চারদিক থেকে ঘেরা’ ইউক্রেনীয় সেনাদের প্রাণ রক্ষার জন্য আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের ভাষায়, “আমি বলেছি, তাদের বাঁচান।”
তবে ইউক্রেনের সামরিক বাহিনী এই ‘ঘেরাও’ পরিস্থিতির দাবিকে প্রত্যাখ্যান করে বলেছে, এটি রুশ রাজনৈতিক প্রপাগান্ডা ছাড়া কিছু নয়। কিয়েভের দাবি, কুরস্ক সীমান্তে তাদের সেনারা কোনোভাবেই ঘেরাও হয়ে পড়েনি।
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ট্রাম্প-পুতিন সংলাপ সরাসরি ফোনালাপের দিকে অগ্রসর হচ্ছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের সঙ্গে আমরা সহমত পোষণ করছি। তবে আলোচনার অনেক দিক এখনও চূড়ান্ত হয়নি।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও বিষয়টি নিয়ে আশাবাদী। তিনি বলেন, আমরা মনে করি, অন্ততপক্ষে যুদ্ধ থামানোর পথে কিছু ধাপ এগিয়েছি।
প্রসঙ্গত ইউক্রেন ইতোমধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছে। তবে রাশিয়া সাম্প্রতিক সামরিক সাফল্যের পরিপ্রেক্ষিতে এখনই বিরতিতে যেতে চাইবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে কূটনৈতিক মহলে।