ভারত-পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু- কাশ্মীর, পানি বণ্টন, বাণিজ্য ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনার ক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সৌদি আরবই সবচেয়ে উপযুক্ত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
বুধবার একদল টিভি উপস্থাপকের সঙ্গে আলাপচারিতায় এই মন্তব্য করেন তিনি। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
শেহবাজ বলেন, “আমরা ভারতের সঙ্গে সব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে আগ্রহী, তবে সেটি হতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। সৌদি আরব এ ধরনের সংলাপের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য স্থান হতে পারে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অন্য কোনো তৃতীয় পক্ষের দেশে আলোচনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে চীনের নাম সামনে আনা হয়। তবে শেহবাজ শরিফ সাফ জানিয়ে দেন, ভারত কখনোই চীনকে আলোচনার ভেন্যু হিসেবে মেনে নেবে না।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় উপস্থিত একজন ডন কে বলেন, সৌদি আরবে আলোচনায় বসতে ভারত সম্মত হতে পারে বলেই আশা করছেন শেহবাজ। দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব নিরসনে এমন সংলাপ যে দুই দেশকেই উপকৃত করতে পারে, তা-ও ইঙ্গিত দিয়েছেন তিনি।