রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের বোরিসোগলেবস্ক বিমান ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। শনিবার (৫ জুলাই) কিয়েভের সামরিক জেনারেল স্টাফ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ঘাঁটি রুশ এসইউ-৩৪, এসইউ-৩৫এস ও এসইউ-৩০এসএম যুদ্ধবিমানের ‘হোম বেস’ হিসেবে ব্যবহৃত হয়।
জেনারেল স্টাফের ফেসবুক বিবৃতিতে জানানো হয়, তারা গ্লাইড বোমা, একটি প্রশিক্ষণ বিমান ও সম্ভবত আরো কিছু বিমান সম্বলিত ডিপোতে আঘাত করেছে।
রাশিয়ার কর্মকর্তারা এখনও এই হামলার বিষয়ে মন্তব্য করেননি।
কিয়েভ দাবি করেছে, এই হামলার উদ্দেশ্য রুশ সামরিক সক্ষমতা কমানো এবং রাশিয়ার গভীরে উচ্চ-মূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা প্রদর্শন করা।
গত মাসে ইউক্রেন জানিয়েছিল, আকস্মিক ড্রোন হামলায় রাশিয়ার ভূখণ্ডের গভীরে কয়েকটি বিমানক্ষেত্রে থাকা ৪০টির বেশি রুশ বিমান ধ্বংস করেছে।
এদিকে, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ’ ফোনালাপ করেছেন। ওই আলাপে দুই নেতা বিমান প্রতিরক্ষা শক্তিশালীকরণ, যৌথ অস্ত্র উৎপাদন এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে অবসানের লক্ষ্যে মার্কিন নেতৃত্বাধীন প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।