ব্রিটিশ শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি উল্লেখ করেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের অতর্কিত হামলায় প্রায় ১২০০ জন নিহত হন এবং এর জবাবে গাজায় ইসরাইলি অভিযান চলে। তাই ৭ অক্টোবর ফিলিস্তিনপন্থি বিক্ষোভ করা ‘অবিবেচক ও অ-ব্রিটিশ আচরণ’ হিসেবে তিনি মন্তব্য করেছেন।
বিবিসি অনুসারে, গাজায় ইসরাইলি আগ্রাসনের দুই বছর পূর্তিতে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার বিক্ষোভের প্রস্তুতি চলছে। লন্ডনের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রাজধানীতে একত্রিত হয়ে মিছিল করার পরিকল্পনা করছে। এছাড়া ম্যানচেস্টার, গ্লাসগো, এডিনবার্গ ও ব্রিস্টলেও সম্ভাব্য ছাত্র বিক্ষোভ রয়েছে।
টাইমস পত্রিকার মঙ্গলবারের সংস্করণে স্টারমার বলেন, “আজ, ৭ অক্টোবরের বর্বরোচিত হামলার বার্ষিকীতে, কিছু শিক্ষার্থী বিক্ষোভের পরিকল্পনা করছে। এটি আমাদের জাতির পরিচয় নয়। অন্যদের প্রতি এমন অসম্মান দেখানো অ-ব্রিটিশ আচরণ। বিশেষ করে যখন কেউ ইহুদিদের বিরুদ্ধে ঘৃণাসূচক স্লোগান দেয়, যা আরও লজ্জাজনক।” তিনি আরও বলেন, ওই দিনটি কিছু লোকের কাছে ‘ব্রিটিশ ইহুদিদের আক্রমণের অজুহাত’ হিসেবে দেখা দিতে পারে।
স্টারমার যোগ করেন, “যত সময়ই পেরোক না কেন, সেই দিনের ভয়াবহতা ও অমানবিকতা আমরা ভুলতে পারি না। আমাদের ইহুদি সম্প্রদায় রাস্তায় ও দেশে ক্রমবর্ধমান ইহুদি-বিরোধিতার মুখে পড়েছে। যুক্তরাজ্য সবসময় ঐক্যবদ্ধ থাকবে।”
এর আগে গত শনিবার লন্ডনের কেন্দ্রস্থলে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের এক নিষিদ্ধ সংগঠনের সমর্থনে বিক্ষোভ চলাকালে প্রায় ৫০০ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। ব্রিটিশ মন্ত্রিসভা ও পুলিশ আগে থেকেই অনুরোধ করেছিল সিনাগগ হামলার পর বিক্ষোভ স্থগিত রাখার জন্য।