বেলজিয়ামের হুঁশিয়ারি—
যদি রাশিয়া ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তাহলে ন্যাটো পাল্টা আঘাত করে মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলবে বলে সতর্ক করেছেন, বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। একই সঙ্গে তিনি ইউরোপে ৬০০টি এফ–৩৫ যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছেন।
ফ্রাঙ্কেনের এই মন্তব্য মঙ্গলবার সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে। বেলজিয়ান দৈনিক দি মর্গেনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিন ব্রাসেলস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে, আমরা মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব।”
তিনি ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা তুচ্ছ বলে অভিহিত করেন এবং দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র শতভাগভাবে ন্যাটো সদস্যদের পাশে থাকবে। তিনি বলেন, “ব্রাসেলসে ক্রুজ মিসাইল হামলা হলে কেউই দ্বিধা করবে না।”
তবে ফ্রাঙ্কেন সতর্ক করে দিয়েছেন, রাশিয়ার সামরিক সক্ষমতাকে ছোট করে দেখা ঠিক হবে না। তার ভাষ্যে, রাশিয়া সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে এবং যুদ্ধ অর্থনীতিতে বড় উৎপাদন ক্ষমতা নিয়ে এসেছে। এছাড়া তিনি বলছেন, ইউরোপের এখনো কোনো কেন্দ্রীয় সামরিক কমান্ড নেই।
ফ্রাঙ্কেন আরও মন্তব্য করেছেন, রাশিয়া পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে আর চীন এই সংঘাতকে দীর্ঘায়িত হতে চায় কারণ তা পশ্চিমকে দুর্বল করে। তিনি জোর দিয়ে বলেন, “চীন রাশিয়ার কাঁচামাল ক্রয় ও অস্ত্র সহায়তা করছে এবং এমনকি উত্তর কোরীয় উপস্থিও তারা মেনে নিচ্ছে।”
ফ্রাঙ্কেন ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে বলেন, রাশিয়ার বড় আক্রমণ দ্রুত বাল্টিক রাজ্যগুলোতে হবে বলে তিনি মনে করেন না কারণ সেগুলো ন্যাটো সদস্য। তিনি পুনরায় জানাচ্ছেন যে ইউরোপে ৬০০টি এফ–৩৫ যুদ্ধবিমান মোতায়েন হলে তা রাশিয়ানদের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

