Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Fri, Jun 20, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • খেলা
    • প্রযুক্তি
    • বিনোদন
    • মতামত
    • সাহিত্য
    • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মালালার কণ্ঠে হতাশা আর প্রত্যয়ের গল্প
    মতামত

    মালালার কণ্ঠে হতাশা আর প্রত্যয়ের গল্প

    হাসিব উজ জামানNovember 19, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মালালা ইউসুফজাই
    মালালা ইউসুফজাই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাইফেলের গুলির শব্দ একসময় স্তব্ধ করতে চেয়েছিল তাঁর কণ্ঠ। তবে তা পারেনি। বরং সেই গুলি তাঁকে আরও দৃঢ়চেতা আর সংগ্রামী করে তুলেছে। আফগানিস্তানের নারীদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আজও সোচ্চার সেই কিশোরী। যিনি আজ সারা বিশ্বে পরিচিত মালালা ইউসুফজাই নামে। তালেবানের শাসনে নারী অধিকারের চরম লঙ্ঘন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মালালা যেমন দুঃখ প্রকাশ করেছেন, তেমনি নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন।

    তালেবানের শাসনে নারীদের দুঃস্বপ্ন-

    ২০২১ সালে পশ্চিমা-সমর্থিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে তালেবান। এর পর থেকে আফগানিস্তানের নারীদের জীবন এক গভীর অন্ধকারে ডুবে গেছে। মালালা বলেন, “আমি কখনোই ভাবিনি, আফগান নারীদের অধিকার এত সহজে হারিয়ে যাবে।” মাত্র তিন বছরের শাসনে তালেবান নারীদের একের পর এক অধিকার কেড়ে নিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সময়ে প্রায় ১০ লাখ মেয়ে শিশু ও কিশোরী স্কুলে যাওয়া বন্ধ করেছে, আর বিশ্ববিদ্যালয় শিক্ষায় নিষেধাজ্ঞার শিকার হয়েছে প্রায় এক লাখ নারী।

    মালালার মতে, “তালেবান জানে, নারীদের অধিকার ধ্বংস করতে হলে আপনাকে একেবারে ভিত্তি থেকে শুরু করতে হবে। আর সেই ভিত্তি হলো শিক্ষা।” তাই প্রথম থেকেই তারা নারীদের শিক্ষার সুযোগ বন্ধ করে দিয়েছে।

    তালেবানের নারীবিদ্বেষী কার্যকলাপ মালালার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০১২ সালে মাত্র ১৫ বছর বয়সে স্কুলের বাসে বসে তালেবানের গুলিতে ক্ষতবিক্ষত হয়েছিলেন তিনি। ভাগ্যক্রমে বেঁচে গিয়ে পরবর্তীতে নারী অধিকারের পক্ষে দাঁড়ান তিনি। সেই সাহসিকতার জন্য শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন।

    সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী মালালা বলেন, “আজ আফগান নারীদের অবস্থা হতাশাজনক। তাঁরা নিজেদের এমন এক বাস্তবতায় খুঁজে পাচ্ছেন, যেখানে বেরিয়ে আসার কোনো পথ নেই।”

    চলচ্চিত্রে আফগান নারীদের করুণ চিত্র-

    মালালা তাঁর প্রযোজিত চলচ্চিত্র ‘ব্রেড অ্যান্ড রোজেস’ এর মাধ্যমে তুলে ধরেছেন তালেবান শাসনে আফগানিস্তানের তিন নারীর জীবনসংগ্রাম। এই নারীদের মধ্যে আছেন জাহরা একজন দাঁতের চিকিৎসক, যাঁকে পেশা ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে। আছেন তারানোম, যিনি তালেবানের ভয়ে দেশ ছেড়েছেন। আর আছেন শরিফা, যিনি চাকরি হারিয়ে দিশাহীন হয়ে পড়েছেন।

    মালালা জানান, এই চলচ্চিত্র শুধু তিনজনের গল্প নয়; এটি আফগানিস্তানের ২ কোটি নারীর প্রতীকী চিত্র। “তাঁদের প্রতিটি গল্প গুরুত্বপূর্ণ কিন্তু সব গল্প তুলে ধরা সম্ভব হয়নি।”

    লড়াইয়ের আশা ও আহ্বান-

    তালেবানের এই দমননীতি নিয়ে মালালার কণ্ঠে হতাশা থাকলেও তিনি থেমে যাননি। তিনি বলেন, “আফগান নারীদের অধিকার পুনরুদ্ধারে আমাদের বৈশ্বিক সমর্থন প্রয়োজন। তাঁদের কণ্ঠকে শক্তিশালী করতে হবে।”

    বিশ্বের কাছে মালালার এই আহ্বান কেবল আফগান নারীদের জন্য নয় বরং সমস্ত সেই নারীদের জন্য, যাঁদের কণ্ঠ চাপা দেওয়ার চেষ্টা করা হয়। মালালা তাঁর লড়াই ও উদ্যোগের মাধ্যমে দেখিয়েছেন, সাময়িক নিস্তব্ধতা কোনো কণ্ঠকে চিরদিন থামিয়ে রাখতে পারে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    সরকারি সেবায় দুর্নীতি: নাগরিকদের ৩১% ক্ষতিগ্রস্ত

    June 19, 2025
    আন্তর্জাতিক

    ইরান কি প্রতিপক্ষকে থামাতে গিয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নেবে?

    June 19, 2025
    মতামত

    ইরাকি অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেয়নি ইসরায়েল

    June 19, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    দেশের অর্থনৈতিক স্থবিরতা কি কেটে উঠা সম্ভব?

    অর্থনীতি May 29, 2025

    বাজেটের স্বাধীনতা: বিচার বিভাগের স্বাধীনতার অন্যতম নিয়ামক

    আইন আদালত June 1, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Comment Policy
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Comment Policy

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2024 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.