পৃথিবীতে সবকিছুই প্রায় মানুষের হাতের মুঠোয়। পুরোবিশ্বে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে স্মার্টফোন খাত রপ্তানি বাজারে ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করেছে।
বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস হতে এমনটাই জানা যায় যে, বার্ষিক নিদিষ্ট সময়ে ৩০ কোটি ৯৯ লাখ ইউনিট স্মার্টফোন রপ্তানি হয়।
ক্যানালিসের তথ্য মতে, ব্র্যান্ডটির শীর্ষে থাকা ও সাফল্যের মূলে রয়েছে, প্রতিষ্ঠানটির কার্যকর ব্যবস্থাপনা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোনের লাইনআপ। এন্ট্রি-লেভেলের স্মার্টফোনের মাধ্যমে ব্র্যান্ডটি গ্রাহকের কাছে সুলভ দামে স্মার্ট সুবিধা পৌঁছে দিচ্ছে। অপরদিকে গ্যালাক্সি ডিভাইসের বিশেষ পোর্টফোলিও কয়েকটি গ্রাহকশ্রেণির চাহিদা পূরণে নিজেদের পরিষেবা অব্যাহত রেখেছে। সবশেষ গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে উন্মোচিত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অত্যাধুনিক প্রযুক্তির ওপর ভিত্তি করে উদ্ভাবন কাজ করেছে।এআই ওয়ালপেপার, রিয়েল-টাইম ফোনকল ট্রান্সলেশন, ম্যাজিক এডিটর-লাইক ফটো এনহান্সমেন্ট টুল, এআই-পাওয়ারড জুম-ইন, কথোপকথনের স্বাচ্ছন্দ্যে কি-বোর্ডে বহুমাত্রিক টোন ও এআই-ইনফিউজড নোট প্রযুক্তিপ্রেমীর দৃষ্টি আকর্ষণ করেছে।
চলতি ট্রেন্ডে সংগতি রেখে ও ভবিষ্যৎ উপযোগী স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য অনুযায়ী ব্র্যন্ডটি কাজ করবে বলে জানানো হয়।
পরিসংখ্যান অনুযায়ী হিসাবের মতে, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে রেকর্ডসংখ্যক ৫ কোটি ৭৫ লাখ ইউনিট স্মার্টফোন রপ্তানির মাধ্যমে স্মার্টফোনের বৈশ্বিক বাজারে আবারও শীর্ষস্থান নিশ্চিত করেছে প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং। ২০২১ সালের পর চলতি বছর তৃতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি স্মার্টফোন রপ্তানি হয়েছে।