স্মার্ট চশমা নিয়ে আসছে শাওমি। Goertek এর সাথে হাত মিলিয়ে ২০২৫ সালের দ্বিতীয় কোয়ার্টারে এই Xiaomi AI Glasses লঞ্চ হবে। এপ্রিলে অনুষ্ঠিত এমআই ফ্যান ফেস্টিভ্যালে এটির উপর থেকে পর্দা সরানো হবে।
সূত্র মারফত জানা গেছে, শাওমি সিইও লেই জুন এই স্মার্ট চশমা নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছে। অন্ততপক্ষে ৩০০,০০০ ইউনিট বিক্রি করতে চাইছেন শাওমি সিইও। শাওমি এআই গ্লাস মেটা রে ব্যান এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসবে।
ইন্টেলিজেন্ট এমার্জেন্সি এর রিপোর্ট অনুযায়ী, শাওমি এআই গ্লাসে কার্টিং এজ টেকনোলজি থাকবে। এতে পাওয়া যাবে এআই ইন্টিগ্রেশন, অডিও হেডফোন কম্পোনেন্ট, ক্যামেরা মডিউল। এছাড়া এর ডিজাইন ও ফিচার এমন হবে যা মেটার স্মার্ট চশমাকে টেক্কা দেওয়া যাবে। আর এটি শাওমি ব্র্যান্ডিং সহ লঞ্চ হবে।
স্মার্ট গ্লাসের বাজারে শাওমি পুরোপুরি নতুন নয়। তাদের ব্র্যান্ড মিজিয়া ইতিমধ্যেই Mijia Smart Audio Glasses লঞ্চ করেছে। এই প্রোডাক্টের উদ্দেশ্য এয়ার কন্ডাকশন টেকনোলজির মাধ্যমে দুর্দান্ত অডিও এক্সপেরিয়েন্স দেওয়া। এটি আলট্রা সোনিক স্পিকারের মাধ্যমে সাউন্ড আউটপুট দেয়। এই স্পিকার ফ্রেমে অবস্থিত। আর এই স্মার্ট অডিও গ্লাসের দাম প্রায় ৬৩ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫,৩০০ টাকা।
উল্লেখ্য, শাওমি ছাড়াও ওপ্পো, ভিভো ও হুয়াওয়ে, টেনসেন্ট-ও এআই গ্লাস বাজারে আনার জন্য কাজ করছে। রিপোর্ট অনুযায়ী, এই সংস্থাগুলির প্রোজেক্ট এই মুহূর্তে ডেভেলপমেন্ট স্টেজে আছে। হয়তো ২০২৫ সালের শেষের দিকে ওপ্পো, ভিভো ও হুয়াওয়ের এআই গ্লাস আমরা লঞ্চ হতে দেখবো।