বিশ্বের শীর্ষ ধনী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা ইলন মাস্কের অধিগ্রহণ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। ৯ হাজার ৭৪০ কোটি ডলারে কোম্পানিটি কেনার ইচ্ছা প্রকাশ করলেও- কর্তৃপক্ষ সেই প্রস্তাবে সাড়া দেয়নি। সূত্র: এএফপি
শুক্রবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় ওপেন এআই-এর চেয়ারম্যান ব্রেট টেইলর স্পষ্ট করে জানিয়েছেন, প্রতিষ্ঠানটি বিক্রির জন্য নয়। তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখতে ইলন মাস্কের দেওয়া ক্রয় প্রস্তাব সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করেছে নির্বাহী বোর্ড। বোর্ডের পক্ষ থেকে আমরা এই সিদ্ধান্ত পরিষ্কার করছি।’
উল্লেখ্য, ২০১৫ সালে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে ওপেন এআই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে অবস্থিত এ কোম্পানির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা ছিলেন ইলন মাস্ক। তবে অন্যান্য প্রতিষ্ঠাতারা কোম্পানির অলাভজনক অবস্থানের পক্ষে দৃঢ় থাকায় তিনি কিছুদিন পরেই প্রতিষ্ঠানটি থেকে সরে যান।