অবশেষে গুগল প্লে স্টোরে উন্মুক্ত হলো অ্যাপল টিভি অ্যাপ। এর ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এখন অ্যাপল টিভি প্লাসসহ বিভিন্ন ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। বিশেষ করে মেজর লিগ সকারের (এমএলএস) সিজন পাসও পাওয়া যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ ১০০টির বেশি অঞ্চলে এই সুবিধা মিলছে।
অ্যাপটি ব্যবহারের জন্য ডিভাইসে কমপক্ষে অ্যান্ড্রয়েড ১০ বা তার পরবর্তী সংস্করণ থাকতে হবে। বিশেষ করে গুগল টিভি লিভিং রুম এক্সপেরিয়েন্সের সঙ্গে এটি সঠিকভাবে কাজ করার জন্য এই শর্ত প্রযোজ্য। নতুন ব্যবহারকারীরা অ্যাপল টিভি+ অ্যাকাউন্ট ছাড়া প্রথম সাতদিন বিনামূল্যে ট্রায়াল নিতে পারবেন। এরপর সাবস্ক্রিপশন নিয়ে পুরোপুরি ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েডের জন্য অপ্টিমাইজ করা হলেও অ্যাপটিতে আইওএস সংস্করণের বেশ কিছু ফিচার রয়েছে। যেমন ‘কন্টিনিউ ওয়াচিং’ অপশনের মাধ্যমে বিভিন্ন ডিভাইসে দেখা কনটেন্ট একই জায়গায় পাওয়া যাবে। পাশাপাশি ‘ওয়াচলিস্ট’ সেকশনে ভবিষ্যতে দেখার জন্য সংরক্ষিত মুভি ও শোগুলোও রাখা যাবে।
অ্যাপের হোমপেজ আইওএস সংস্করণের মতোই ডিজাইন করা হয়েছে। এতে নতুন ও ট্রেন্ডিং কনটেন্টের পাশাপাশি সর্বাধিক দেখা বা স্ট্রিমিংয়ে থাকা চলচ্চিত্র ও শোর সংগ্রহ দেখা যাবে। অ্যাপল টিভি প্লাসের জন্য আলাদা ‘মাস্ট সি হিটস’ সেকশনও রাখা হয়েছে। তবে আইওএস সংস্করণের মতো ‘স্টোর’ ট্যাব এখানে নেই। কারণ অ্যান্ড্রয়েডে আইটিউনস স্টোর কনটেন্ট পাওয়া যাবে না।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আকৃষ্ট করতেই অ্যাপল এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ অন্যান্য স্ট্রিমিং সার্ভিসের তুলনায় অ্যাপল টিভি প্লাসের গ্রাহক সংখ্যা এখনো কম। তাছাড়া ‘সিভারেন্স’ সিজন ২ এবং ‘দ্য গর্জ’সহ জনপ্রিয় নতুন কনটেন্ট নিয়ে আসার পরিকল্পনার অংশ হিসেবেই অ্যাপটি চালু করা হয়েছে।