সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) বাতিলের পর বাংলাদেশে সাংবাদিক ও স্বাধীন মত প্রকাশের অধিকারীদের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা আর থাকছে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) “বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “সিএসএ বাতিল হলে মতপ্রকাশের অপরাধে দায়ের হওয়া মামলাগুলো বাদ যাবে, তবে সাইবার অপরাধ, যেমন কম্পিউটার হ্যাকিংয়ের মামলাগুলো বিচারাধীন থাকবে।” সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের প্রতি ইতিবাচক মনোভাবের কথা জানিয়ে তিনি বলেন, “আমাদের সরকার কখনোই সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেনি। বরং সরকার তাদের মত প্রকাশের অধিকারকে গুরুত্ব দিচ্ছে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের উচিত তাদের পেশাগত দায়িত্ব বজায় রাখা। উদাহরণ হিসেবে কক্সবাজারের একজন সাবেক সংসদ সদস্যের কথা টেনে তিনি বলেন, রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও অনেকেই তাকে রাজনীতিক না বলে ইয়াবা ব্যবসায়ী বলেই চেনেন।”
আসল সাংবাদিকতা সম্পর্কে কথা বলতে গিয়ে ড. নজরুল বলেন, সত্যিকারের সাংবাদিক গুম, বিচার বহির্ভূত হত্যা, অবৈধ নির্বাচন বা অন্যায়ের পক্ষে দাঁড়ায় না। “যে সাংবাদিক ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করে, তাকে সাংবাদিক না বলে অন্যকিছু ভাবা উচিত,” তিনি যোগ করেন। তিনি বলেন, দেশের অনেক সাংবাদিক সত্য এবং ন্যায়ের পথে রয়েছেন এবং তারা সাহসের সঙ্গে দায়িত্ব পালন করেন।
ডিআরইউ-এর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান এবং ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের চেয়ারম্যান এম শফিকুল করিমসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে “বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪” বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র, চেক এবং পুরস্কারের রেপ্লিকা তুলে দেওয়া হয়।