মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামীকাল সোমবার (৩০ জুন) থেকে চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত ভোটার নিবন্ধন কার্যক্রম এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা।
প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এই উদ্যোগের ফলে মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা এখন সহজেই তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করতে পারবেন এবং স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।
গত ২৮ জুন কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুকে পেজে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার (৩০ জুন) থেকে নম্বর- ৮, লরং ইয়াপ কোয়ান সেং- ৫০৪৫০, কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন থেকে বাংলাদেশি প্রবাসীদের নতুন ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর কার্যক্রম পুরোপুরিভাবে চালু হবে বিধায় সংযুক্ত নির্দেশনা মোতাবেক সকলকে সরাসরি দূতাবাস হতে সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
একই সঙ্গে বিগত সময়ে যারা এনআইডির জন্য আবেদন করেছিলেন তারা (consular.kualalumpur@gmail.com) তে ইমেইলে যোগাযোগের মাধ্যমে এনআইডি কার্ডের আপডেট নিতে পারবেন। এছাড়া দূতাবাসের এনআইডি কাউন্টার হতে যাদের স্মার্ট এনআইডি কার্ড এসেছে, তারা তা সংগ্রহ করতে পারবেন।
ভোটারযোগ্য প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ:
ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (নিবন্ধন ফরম-২ক),
খ) মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট,
গ) অনলাইন জন্ম নিবন্ধন সনদ,
ঘ) সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
ঙ) হিসাব নং-564427560878, NID Services of Bangladesh High Commission, May Bank অনুকূলে ফি বাবদ ৭৫ রিঙ্গিত জমাদানের মূল রশিদ,চ) নাগরিকত্ব সনদ (মেয়র /কাউন্সিলর/ চেয়ারম্যান/ ক্যান্টনমেন্ট এলাকার ক্ষেত্রে সিইও),
ছ) পিতা-মাতার NID/মৃত্যু নিবন্ধন বা সনদ,
জ) শিক্ষা সনদ-পিএসসি/জেএসসি/এসএসসি বা সমমান (প্রযোজ্য ক্ষেত্রে),
ঝ) বিবাহিতদের ক্ষেত্রে নিকাহনামা, স্বামী/স্ত্রীর NID (প্রযোজ্য ক্ষেত্রে),
ঞ) ভোটার এলাকা ঠিকানার ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/গ্যাস/হোল্ডিং ট্যাক্স রশিদ)।
উপরোক্ত কাগজপত্র বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া নিবন্ধন কেন্দ্রে জমা প্রদান আবশ্যক। অন্যান্য দলিলাদি সংগ্রহে থাকলে নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে। না থাকলে আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা উপজেলা/থানা নির্বাচন অফিসার এর নিকট প্রদান করতে হবে।